আহা! রঙিন বসন্ত এসে গেছে দিকে দিকে,
আজ অবধি যে রং-গুলি দেখাচ্ছিল ফিকে।    
ওই ঝড়িয়ে পাতা নগ্ন গাছেরা দিশে হারা-  
আম্রকানন ফলাও করে দিল ঠিক ইশারা।  
শিমূলে পলাশে কৃষ্ণচুড়ায় সাজালো প্রকৃতি,
এ যেন নতুন করে পাবার একটি স্বীকৃতি।
হাসিখুশি মেখে কীট পতঙ্গের দল উড়ে উড়ে,  
মধু আহরণের আহ্লাদে সবে নাচে ঘুরে ঘুরে।  
শুধু কি তাই!প্রতিফলন মানুষের মনের কোণেও,  
এসেছে বসন্ত উৎসব হয়ে সুমধুর বৃন্দাবনেও।
নেচে ফিরে সখা-সখীর মনের রঙিন ধারা,
তাই তারা রঙের খেলায় হয়ে মাতোয়ারা।  
প্রিয় শ্রীকৃষ্ণের মিলনাস্বাদন আশে মনোরথে,  
আনন্দাশ্রু ঝড়ায়ে ফেরে ব্রজের পথে পথে।  
বাসন্তী পূজার শেষে পুনরায় আসিবে গ্রীষ্ম,
আবার সেই পুরানো সাজেই ফিরিবে বিশ্ব।