জীব অস্তিত্ব দুই ধরণের আমরা সবাই জানি,
একটি উদ্ভিদ,পালিকা-মা,‘সন্তান’ তারাই প্রানী।
খাদ্য-বস্তু দানটা তারই, নিয়ন্ত্রণ সূর্যের হাতে,
মানুষই হল শ্রেষ্ঠ তাদের, প্রমাণ রয় সাক্ষাতে।
একই চেহারায় উত্তম-অধম বৈশিষ্ট্য উল্লিখিত,
জ্ঞান ভান্ডারের বিভিন্নতায় মানুষই বিভাজিত।
বহু বছরের বিবর্তনে,ইতিহাস এগিয়েই চলেছে,
সমাজে তাইই জ্ঞান-বিজ্ঞানের ফসলই ফলেছে।
প্রকৃতি রক্ষায় ব্রতী হয়ে সমাজ সাজাও ঢেলে,
জীব-জগতও রক্ষা পাবে মনুষ্য-হৃদ্যতা পেলে।
মনুষ্য হাতেই রক্ষা-কবচ, মানুষই সেটা পারে,
ত্যাজিয়া স্বার্থ আগন্তুক হও ঈশ্বরের আকারে।।