হায় রে আমার শৈশব!
স্মৃতি বিজড়িত বৈভব।
হাসিখুশি থাকা সেইদিন,
আজো নাচে মনে ধিনধিন।
সেইগুলি আজই বলবো-
পিছিয়ে খাতাটি খুলবো।
আমি, দিদি নিয়েছি আড়ি,
একদা মুখটা করেছি হাঁড়ি!
পিতৃহাতে গড়া কুষুমবাগে,
ফুল ছিঁড়ছি ভীষণ রাগে!
হঠাৎ দেখি এক প্রজাপতি,
রঙ বাহারি! সুন্দর অতি!
মন কাড়লো এক নিমেষে;
তার পিছনেই ছুটছি হেঁসে।
ধরবো, আমি করেছি পণ,
খাদ্য খিদেয় ভুলেছে মন।
জানিনা, কখন দুপুর গড়িয়ে,
সুর্য দিয়েছে আঁধার ভরিয়ে।
অদর্শনের এক বিপদ বুঝে;
বাবা ও মা আমায় খোঁজে।
শৈশব হারায় কালের পথে-
জীবন পেরোয় মনের রথে।