প্রজাবর্গের শান্তি কামনায় নব সংবিধান প্রতিষ্ঠায়,
একই আইনের বাঁধনে রেখেই সমাজগঠন প্রচেষ্টায়,
‘প্রজাতন্ত্র’ দিবসটি আমরা পালন করছি জমজমাট,
গ্রামে,শহরের, আঙ্গিনায়, অফিস কিংবা স্কুল-মাঠ।
আমাদের পরিকল্পনায় উন্নয়নে্র প্রকৃত দিক এটি,
বর্তমানের কিছু কুচক্র-হেতু হারিয়েই যাচ্ছে সেটি।
পতাকা তলেই নিচ্ছি শপথ প্রজারা থাকুক সুখেতে,
প্রজাদের কাজ করছি নাকো বলছি শুধুই মুখেতে।
স্বার্থের টানে মত্ত হয়ে খুঁজছি বাঁচার পথ নিজের,
ভাতৃজ্ঞানে গড়ছি সেতু ভাঙছি পুনঃ থাম ব্রীজের।
দেশের প্রজা সবাই সমান জাতপাতে নাই ভিন্নতা,
তবু কেন ধনীগরীব উঁচুনীচু জাতি চিহ্নে ছিন্নতা।
মানুষকে ঠিক মানুষই ভাবার অভাব আছে মনে,
তাই সমাজের বেহাল দশা আজ প্রতি ক্ষণে ক্ষণে।
হাত বাড়িয়ে হাতটি ধরো পিছিয়েই রয়েছে যারা,
সবাই সবার জন্য বাঁচে এমনটাই পৃথিবীর ধারা।
পতাকার মান বাড়তে পারে নিজেরা সঠিক হলে,
নইলে ঘটবে অকালঘটন আর ফল যাবে বিফলে।