প্রেম শুধু নয় খেলার জগত,
        জড়িয়ে আছে অনেক সাধ।
দৃঢ়-বিশ্বাসের পুষ্পমাল্য আর-
       এক অবিশ্বাসের তিক্ত ফাঁদ।

সুখ-স্বাচ্ছন্দের মোহসহ আছে,
        রাগ অনুরাগের বিষন্নতা।
জীবন শুরু্র সুপ্রভাত আর-      
         দুপুর শেষের অপরাহ্নতা।

প্রেম শুধু নয় নারী পুরুষ,
        শিশুর প্রেমেও মোহ আছে।
যে বোঝে সে অগাধ জ্ঞানী,        
        রক্ত ধারায় প্রতীক নাচে।

মহৎ-পথে হোক প্রেমের উদয়,
       প্রেম যেখানে নিষ্কাম বলয়।
প্রকৃত প্রেমের ধ্বজাধারীরা,
      দেখান সেথায় মহৎ-আলয়।