বৈশাখী বা পশ্চিমা ঝড়,
পাঁজর ভেঙেই যায় চলে।
প্রেমবর্তিকা দমকা পেলেও,
কষ্টে থেকেও যায় জ্বলে।
এমনই একটি গল্প কথা,
আমার মনে দিচ্ছে নাড়া।
পৃত্থী-ডায়েরির পত্র মাঝে,
কলম হয়েই দিচ্ছে সাড়া।
বর্ষ-বিশেক আগের কথা,
শিশুটি ছিল খুব মিশুকে।
গ্রামের বৃদ্ধ সমরেশবাবুই,
ভালোবাসতো ওই শিশুকে।
শিশুটি এখন যুবক হয়েই,
কর্মের জীবন পালন করে।
মনের টানে, প্রাণের টানে,
এলো একবার দাদুর ঘরে।
দাদুর দেহের আত্মা প্রদ্বীপ,
ধিকধিকিয়ে জ্বলছিল তাই।
খুশির হাওয়া লেগেই গায়ে,
গেলেন চলে ঠিক ঠিকানায়।