প্রকৃতি তার আপন খেয়ালে খেলিতেছে একাই,  
নানারূপ রঙে বৈচিত্রের ঢঙ্গে নৃত্যশৈলী দেখায়।
কখনো সৃষ্টির মাতোনেই নাচেন রক্ষিতে অপরে,  
কখনো নিজের ভারসাম্য রক্ষার্থেই ধ্বংস করে।  
আর বিপক্ষে জীবকূল একত্রে লড়িতেছে আপ্রাণ,
জয় চাই জয় চাই চিরধ্যানস্থ প্রচেষ্টা মহান।  
কখনো আনন্দেই কখনোবা বুক ভরা বেদনায়,
কখনো মায়াময়, জ্বালাময় কঠিনের সাধনায়।  
হারাবার তরে বিপক্ষ জ্ঞানীরা সুকৌশলেই হানে,  
শক্তিহীনতায় তবু শতপ্রচেষ্টা সহজেই হার মানে।  
প্রকৃতির রহস্যময়তার নিকট হারে গোয়েন্দা’য়,  
স্বীকার করেনি পরাজয় যারা নতুন সাধনায়।
জীবের মৃত্যু খেলার অন্ত প্রকৃতিই রহে অটল,
অবশেষে অবশ অসার দেহাংশ থাকেনা সচল।
প্রকৃতির পরাজয় হবে নিজেই চাহিলে ধ্বংস,
প্রাণহীন পৃথিবী রবে মহাকাশে ভাসমান অংশ।