নাম প্লুটো মোর কে-না জানে-
গ্রহ বলেও সবাই মানে;
তাইতো খুশি হই ।
দূরে থেকেও সৌর মায়ায়;
কক্ষপথে ক্ষুদ্র কায়ায়;
আজও ঘুরেই রই।
কে রেখেছে নামটি যে মোর!
বিজ্ঞানীরাই খুব বড়ো জোর,
জানিনা কোন কালে।
সৌরালয়ের কয় ভাই বোন;
সাথী হয়েই রই সারাক্ষণ;
চলি আপন চালে।
কিন্তু এ কোন দুখের ভাষা!
বিদায় হল সুখের আশা!
এখন দুঃখ বহ,
করল বিচার অসৎ কাজী
মর্যাদাটুক হারিয়ে আজি-
হলাম বামন গ্রহ।
সূর্য যদি পিতাই রবে-
কলহ করে কি-ই বা হবে,
যেথায় মানুষ তুচ্ছ,
আমি তো বেশ আছি হে্ন,
না ভেবে আজ ছুটবো কেন?
তুলে আপন পুচ্ছ ।