মৃদু মন্দ হাওয়ার দোলায়-
আহা! মনানন্দে নেচে নেচে,
জমায় মধু মোমের খোলায়,
ওই ফুলবনানী সেঁচে সেঁচে।
উড়িয়ে অলি খুশির ফানুস,
নিষেক ঘটায় ফুলে যেমন।
সেই সংগ্রহের সম্ভার মানুষ,
ওষুধ জ্ঞানেই করে সেবন।
ধরার যত পতঙ্গরা, নিঃসঙ্গ,
ব্যস্ত তারা সামাজিক কাজে।
অলি ও প্রজাপতি দুইপতঙ্গ,
সমাজ বন্ধুই সমাজে মাঝে।
দুটোর মধ্যে মিলের অভাব,
ভাবলে সেটা বোঝাই যায়।
এ্কটার, বড়ই শান্ত স্বভাব-
অন্যটি রাগেই হুল ফোটায়।