কল্পনার মনেতে ছিল ভ্রমণের ভাবনা,
একদা বাসে করে চলে সোজা পাবনা।
সেথা হতে চলল সে রাজধানী ‘ঢাকা’,
পরদিন ‘মেঘনা’ যাবে কথা হল পাকা।
সাথে ছিল ভাই-বোন, মা-মাসি, বাবা,
বলে তারা হল বহু আর কোথা যাবা?
জাতীয় কবির বাড়ি দেখে আসি চলো,
এরপরে ‘চট্টগ্রাম’ যেন বাঁধা কথা হলো।
সেথা হতে যাবো খ্যাত ‘হার্ডিঞ্জ ব্রীজে’,
‘কর্ণফুলী সেতু’টাও আছে তার সিরিজে।
‘মাইকেল ভিলা’ আর ‘কপোতাক্ষ’ নদটি,
সেথাও যাবো ‘মাষ্টারদা’ ছিল যাঁর পদটি।
এইভাবে সকলেই আজকে ঘুরে হল ক্লান্ত,
অবশেষে এই ‘কুমিল্লা’তেই এসে হল শান্ত।
পুরানো বন্ধু বাবার, দেখা হল তার সাথে,
সেথা গিয়ে খাওয়া থাকা, মজা হল রাতে।
তার ছেলে ‘পরি’কে নিয়ে বিবাহের জল্পনা,
পরিণয়ের মাধ্যমে সফল হল ‘পরিকল্পনা’।