অলস পাখি, রং কালো নয়,  
                        কিন্তু বুদ্ধি রাখে।  
বাচ্চা পেতে অন্যের বাসায়,
                   ডিমটা পেড়ে থাকে।

ঝগড়া করে কোন পাখিরা,
                শিষ দেয় কোন পাখি?
কোন পাখির লড়াই দেখে,
                  খেলার নামটি রাখি?

গায়ের রংটি মিষ্টি সবুজ,
                    বাঁকা ঠোঁটটি লাল।
পাখিগুলো কোন বা পাখি?
                     উত্তর দিয়ো কাল।

ছড়ার গাছে অজানা পাখি,  
                      বসুক উড়ে এসে।
জ্ঞানের ভান্ডার ভর্তি করে,
                  উড়ুক দেশ-বিদেশে।