যারা আজকের কথাই শুধু ভাবে,
ভাবতে শেখেনি, আগামী কেমন পাবে।
কি হবে রেখে তাদের তরে -
আবহাওয়ার ঐ বার্তাবহ,
ব্যারোমিটার যন্ত্র?
সংরক্ষণ বোঝে না মরণ কালের,
কেন দরকার থাকে, যুদ্ধাস্ত্র ঢালের।
কি হবে রেখে তাদের তরে -
মাতৃ জয়গানের বার্তাবহ,
জীবনের মহামন্ত্র?