নতুন বছর এলো আবার,
ধরাও থাকবে অক্ষত।
মানুষও রইবে সেই স্বার্থপর,
যায় বলা স্পষ্টত।
প্রকৃতির সাজ রইবে একই,
রং বৈচিত্রও তাই।
সংসারটাও হবে ছিন্ন ভিন্ন,
ভায়েরা ঠাঁই ঠাঁই।
দূর্ণীতি চলবে রাজনীতিতে,
অসততায় জঘন্য।
জ্ঞানবিজ্ঞানে পিছিয়েই দেশ,
রবে অন্ধকারাচ্ছন্ন।
মেয়েরা লড়বে; মেয়ের সঙ্গে,
সংসারের ঐ মাঝে।
পুরানো সভ্যতা আসবে ফিরে,
হয়তো এমন কাজে।
সময়্টা যতই এগিয়ে চলবে,
মানুষই হবে অধম।
দৃষ্টি থেকেও অন্ধের সামিল,
উন্নয়ন হবে কম।
সভ্যতার এই আলোও জেনো,
একদিন যাবে নিভে।
এমনি ভাবেই গ্রহ‘ও একদিন,
নিজেকে পাল্টে নিবে।
কলি যুগের এমনই বিধান
জানাও আছে আগে।
তাই ভেবে হই আতঙ্কিত
নয়ণ দুটিই জাগে।