এই পৃথিবী নাট্যশালা অবাক হলেও সত্য,
সবাই কিন্তু এক-একরকম আভিনয়ে উন্মত্ত।
কেউবা সাজেন সন্তানের মা, কেউবা তাদের পিতা,
কেউ শত্রু রক্ত খেকো, কেউ বা মহান মিতা।
এই সমাজের ধণী, গরীব, ডাক্তার, বদ্যি, রোগী,
এই পৃথিবীর মঞ্চে সবাই সমান প্রতিযোগী ।
জন্ম নিয়েই মঞ্চে ওঠা, শুরু হয় অভিনয়,
মৃত্যুতে শেষ করেন নাটক জয়ী মৃত্যুঞ্জয়।
মাঝেরগুলি ঘাত-প্রতিঘাত, রাগ-অনুরাগ ভরা,
কারও ঘটছে ধ্বংস লীলা, কারও নতুন গড়া ।
ধর্ম ধ্বজা ধরছে কেহ, অধর্ম কেউ করছে ,
দৈত্যগিরি করতে কেহ মাঝের পথেই মরছে ।
নারী-পুরুষ কেউ কমা নয় অভিনয়ের এই মঞ্চে,
যৌবনে তাই ভাসছে সবে প্রেম সাগরে্র লঞ্চে ।
হাজার রকম চরিত্র আছে এই পৃথিবীর মাঝে,
বলবো কি আর; ব্যস্ত সবাই অভিনয়ের কাজে।
উত্থান-পতন, প্রবেশ-প্রস্থান নিয়ম বাঁধাই আছে,
জ্ঞান বিনে গো সব অজানা হার হয়ে যায় পাছে।।