নববধূর আগমন ঘটলে ঘরে;
বইবে খুশির হাওয়া।  
তবুও কেন ছল-চাতুরী করে,
মিথ্যে অপবাদ দেওয়া।
শাশুরী, বৌমা, ননদ বা জা-
সবাই তো জাতি নারী।
নারী অত্যাচার নারীর উপর,
নয় কি বাড়াবাড়ি?
নানান বদনামে বধূকে যখন;
পুড়িয়ে করে ছারখার।
পুড়তে পুড়তেই একসময় হয়-
নিয়ন্ত্রণ-হীন অঙ্গার।
সেই অঙ্গারের উপ-ঠেলাতেই,
ঘরে আগুনটি জ্বলে।
পর হয়ে যায় আপন মানুষ,  
ওই নারীর যাঁতাকলে।
ভাগ হয়ে যায় বিষয় আসয়,
ভাবের গাথা মালা।
ভাগ হয়ে যায় শশুর-শাশুরী,
খাবার প্রিয় থালা।
নারীই যদি নারীরই শত্রু হয়,
সমাজ কলঙ্কে ঢাঁকে
বিজয়-ডংকা বাজার পরিবর্তে
ধ্বংসের ছবি আঁকে।
নারীর হাতেই নারী সংশোধন,
জ্ঞান অর্জিলে তার,
যত অশিক্ষা,কুশিক্ষা ত্যাজিলে
হ্য় সজ্জিত সংসার।