নারীই জন্মই প্রাকৃতিক শক্তি ধারণের জন্য,
চির-প্রমাণিত এটা, তাই নারী জীবন ধন্য।
নারীই এজগতের জৈবায়ণের শ্রেষ্ঠ অহংকার,
লক্ষনীয়, ফু্লে ও ফলের সজ্জিত অলংকার।
এমন অবাক ধরণী সবার জননী, আহারে!
নারী বিনে পৃথিবীটাই ডুবে যেত আঁধারে,
নারী আছে বলেই সমাজের এত আলোড়ন,
পৃথিবীর দিকে দিকে যত সভ্যতার উন্নয়ন।
নারীকে তাই সমমর্যাদায় গৃহেই মান্য করো্,
সম্পদ ভেবে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ো।
নারীর জন্ম যদি ভাবো পুরুষের জন্য হয়,
পুরুষের জন্ম কি তাহলে নারীর জন্য নয়?
একে-অপরের পরিপূরক যা দার্শনিকে বলে,
তাই এ্মন সমাজ-সংসার সহজভাবেই চলে।
নারী কোন খেলনা নয় এক উন্নতির ধ্বজা,
তাইতো পুরুষ আজও জগতে রাজামহারাজা।
অকারণে নারী তবু পায় অযাচিত অপমান,
সুকঠিন চাপে হারায় স্বাধীনতা আর সম্মান।
তথাপি দায়িত্ব পালন করতে নারীরাই পারে,
চিরদিনই পুরুষ হারে ঠিক বিচারের দ্বারে।
নারীরূপে প্রকৃতি আজও তারই শ্রেষ্ঠ প্রমাণ,
অস্তিত্বের সীমানায় তাই অধিকারও সমান।