নারী রূপে ধরা আজও বহুরূপী,    
নানা ঢঙ্গে আছে ছলনা।
ফুলে, ফলে কত রঙ্গের বাহারে,
সৌন্দর্য ধারীনী ললনা।
সাগরে মিশে সে নদীধারা রূপে,  
সৃষ্টি যার ওই ঝরনা।
গৈরিকবস্ত্রে তিনি সন্যাসী রূপিনী,
বরফেই শ্বেত বরণা।  
সবুজে রাঙ্গানো ঐ ফসলের প্রাণ,
মাতৃ রূপেই পরিচয়।
সৃষ্টি ধারণে ও জীবের পালনেও,
মাতৃহাত’ই সেথা রয়।
নারী স্তব-স্তুতি নারীরই সাধনা,
নারী মাতৃকার সাজে।  
নারীতে সৃষ্টি ও নারীতে ধ্বংস,
প্রকৃতিই নারী মাঝে।
পুরুষ রয়েছে শুধু তার উপলক্ষ,
কর্মী রূপে মহাবীর।
সর্বো শক্তিমান সূর্যেরই সবদান,  
নারীতেই শক্তি স্থীর।