নারীর কোন জাত নেই,  
            তারা জাতি অবলা।
হাত ধরলেই তার সাথে,
            শুরু হয় চলা বলা।  
নিয়ম সেটি আজকের নয়-
         আদিমের যুগ থেকে,
সৃষ্টির আমোদে প্রমোদে মত্ত,  
      স্বাধীনতা’র আশ ঢেঁকে।  
পুরুষ সমাজ যতই আনুক,
           নারী দেহের নগ্নতা।
ভোগ্য পণ্য হয়েও রাখে,
          পুরুষ-সুখের মগ্নতা।
সাজ-পোশাকে গয়না’তে-  
           ভরিয়ে দিলেই তুষ্ট,
অত্যাচার সব সয়ে নেবে,
         হোক স্বভাব-মন দুষ্ট।