মানুষে বন্ধু ভেবেছো যাঁরা, কুশলে থাকো।      
মনের ক্ষুদ্র কোণে তুলি-টানে ছবি আঁকো।
নিজের জন্য করে কিছু পরের জন্য করো,  
পৃথিবী বক্ষে তোমার স্থায়ী ঠিকানা গড়ো।  
ভাষার অস্ত্রে পুঁথী গড়েই খ্যাত হয়ে যাও,      
মরেও যেন বেঁচে থাকার স্বপ্ন খুঁজে পাও।
মরলে আজ জেনো এখানেই শেষ, কারণ,  
বেঁচে থাকার কিছুই করিনি আমি ধারণ।
এসেছে যাঁরা গেছেও তাঁরা নিয়ম মেনেই,
তাদের আমরা স্মরণ করি আছো জেনেই।
দেশের দশের কাজ করেছে যাঁরা, তাঁরাই-
হারিয়ে তবুও তাদের নামটি নাহি হারায়।