চেয়েছিলাম চির-দিবস,
আমার জীবনে নামতেই দেবোনা রজনী।
কিন্তু আজ আমি বিবস,
ধনসম্পত্তি সহ হারিয়েছি সকল স্বজনই।
পিতা-মাতা হারা আগেই,
পুত্রকন্যা সহ সকলেই ত্যাজিলো আমায়!
অজানা দম্ভের অনুরাগেই,
নামিল আঁধার, শেষে বৃদ্ধাশ্রমই হল ঠাঁই।
নেই জানা কারো হিসেবই,
কার কাছে কে বা করছে কতটা ঋণ।
সূর্যের টানে ঘুরছে পৃথিবী,
আলো আধাঁরের খেলা রবেই চিরদিন।
রক্ত বলিবে কথা, তথাপি,
কোন রকমেই অহংকার হবেই চৌচির।
বিকল দেহযন্ত্রের উত্তাপই,
বার্ধক্যে টানিবে, সহজেই হবে নতশির।
বেঁচে থাকার উপায় খোঁজ,
প্রয়োজনের অতিরিক্ত চেয়োনা জীবনে।
দেহের প্রকৃত ওজন বোঝ,
মূল্যহীন হয়ে মাটিতেই মিশবে মরণে।