দেখতে ভয়ংকর অতি; যার নাম অসি।
নম্র-ভদ্র দেখতে, তবু কম কীসে মসি!
প্রমাণিতে বলি আজ; আমার এই ছড়ায়,
ধন-গর্বে এক চোর দেখাতো খুব বড়াই।
অনেক দোষেতে দোষী মানে নাকো হার,
রেগে থাকা কিছু লোক; দোষ খোঁজে তার।
একদিন সম্পদ চুরি হল, রাজ-পেয়েদার,
খোঁজে পাওয়া গেল, দোষ ওই চোর’টার।
রাগাম্বিত হয়ে সভায়, শোনালেন রাজা,
“এবছরের মধ্যেই ওই বেটা পাবে সাজা,
লিখে রাখো নটবুকে; সাজাটা কি হবে,
এক বছর যাবত লেখা কার্যকরী রবে।
কৌপীন পরায়ে তারে ন্যাড়া কোরো মাথা,
বিশকেজি গম পেষিয়ে নাও ঘুরিয়ে হাত-যাঁতা।
চুল ছেঁটে মাথার উপর ঘোল ঢেলে দিও,
চারটি বেড়াল আনিয়ে সেগুলো চাটিও।’’
চারদিন গেল ঠিক; পাঁচদিনের ভোরে,
গা-ঢাকা দিল সেই দোষী ধন চোরে।
এদিকে যুদ্ধে গিয়ে রাজা মারা গেলেন,
পরেই সে রাজ্যে এক নব রাজা এলেন।
নোটবুকে খুঁজে পেলেন; এটা ধনী দেশ,
চোরটাকে খুঁজে আনার দিলেন নির্দেশ।
এক-দুই করে শেষে পাঁচ মাস পরে,
কাশিধাম হতে তারে; আনা হল ধরে।
লিখে রাখা সেই সাজা, এবারে মিলিল,
মসীর যে কত জোর, সকলে বুঝিল।