অযাচিত প্রাপ্তি পেলে তখনই আনন্দ আসে মনে,
নতুন বছর, আশার সুতোয় নকশিকাঁথা বোনে।
অবসাদ যখন কুঁড়ে খায়, জীবন যন্ত্রনা বাড়ায়!
আশার সুতো থেকেও সেথা নকশীকাঁথা হারায়।
সমাজ,যাঁদের হাতের মুঠোই, আজকের বিত্তবান,
আশার সুতো তাদেরই কাছে, সহজেই পায় মান।
আশারই সুতো ঠুনকো দেখায়, শক্তিহীন সমাজে-
গড়া খায় শুধুই ধূলিমাঝে, লাগেনা কোন কাজে।
বুননে চিরবিমুখ, যাঁদের জীবনই আঁধারে ঢাকা!
ঈশ্বরের হাতে বাঁধাই আছে, তাদের জীবন চাকা।
কোথা দেখিবে আশার আলো, কোথা নকশিকাঁথা!
তারা শুধু থাকে অশ্রুসজল বুকে নিয়ে দুখ-গাঁথা।
আমরা যদি মানুষ হতাম ঠিক সততায় সভ্যবেশে,
শতসহস্র নকশীকাঁথা আজ বোনা হতো এই দেশে।