আজীবন সুখে দুখে;                   বুকেতে আগলে রেখে,
                বড় করে দিয়ে যারা আজ ক্ষীণ-
তারা বড়ো অসহায়                     তোমাদেরই ভরসায়,
               শুয়ে বসে গুনছেন মরণের দিন।
প্রতিপদে লও স্মরণ;                  মন-পুষ্পে করো বরণ-
                  ভুলোনা গো আজীবন তাই,
দিয়ে জন্ম এই ধরায়                      কঠিনতম সাধনায়,
                মন হতে কিঞ্চিত প্রতিদান চায়।
তোমাদের বাল্যকালে                বেঁধে রেখে মায়াজালে,
              কি সেই সেবা! ভাবো ক্রমে ক্রমে,
দিয়োগো তাদের মান-               কোরো নাকো অপমান,
                নিষ্ঠুর হয়ে না পাঠাও বৃদ্ধাশ্রমে।
আমি যাদের ভাবনায়                    মহিমা বুঝিতে চাই,
                দেখি শুধু কিনারাহীন অথৈ জল
ঋতুহারা হয়ে ভাবি                 হোক সবার একই দাবী-
               ঠাঁই নিক মাতা-পিতার চরণযুগল।
সেথা আছে শান্তি ছায়া;                  নির্বিঘ্ন রহিবে কায়া,
               মিলনের মেলা রবে সকলের মনে,
মনের যত পাপ-পূণ্য                    ধরা হতে হবে শূণ্য-
               ভগবান ধরা দেবে সেই মহাক্ষণে।