রাজ নগরের মহান রাজা, মন তুলিতেই আঁকা,
নাক সূচালো লালরঙা চোখ মুখটি কেবল বাঁকা।
হাতগুলি তাঁর লম্বা বেজাই; আঙুল খ্যাংরা কাঠি,
পা-দুটো তার হাতির মতো পাতলা গড়ন গা’টি।
চোখ-মুখে তাঁর রাগের রেখা; দুধ-সাদা তার মন,
দান সাগরের ভেলায় চড়ে্ তিনি ভাসেন সারাক্ষণ।
এমন দেশের সকল প্রজাই থাকে পুলকে ও সুখে,
সবাই ভাবে সবার কথা এই রাজ-নগরের বুকে।
দেশের মানুষ তাইতো সবাই সবার আপনজন,
অবাক হওয়ার কিচ্ছুটি নাই রাজার মহৎ মন।
কাঁদলে শিশু কাঁদেন তিনি, বুক ভরা তাঁর মায়া,
হাসি-মুখের দেখলে শিশু; ছাড়েন না তার ছা্য়া।
রোজ দুপুরে খোঁজেন দেশে কার কিবা নাই আছে।
গরীব-দুঃখীর বক্ষ ভরে দান পেয়ে তার কাছে,
রং-তুলির এই রাজা যদি বাস্তবিক হতেন রাজা,
মতবিরোধ, অরাজকত, থাকত না দোষ সাজা।
দেশোন্নয়ণ উপচে যেত সকল দেশের থেকে,
এমন রাজাই চাইছি দেশে; ভুল করিনি এঁকে ।