গ্রামেই আছে; দু’টি কুকুর বন্ধু,
খাওয়া-শোয়া এক সাথে।
দিনে ঘোরে তারা বনে বাদারে,
পাহারা দেয় গ্রাম, রাতে।
একদা তারা ঘুরতে চলল বনে,
অপরাহ্ণে এক মাঘের,
ওই ঘন বনপথে বিচরণ কালে,
দেখা হল এক বাঘের।
ছুটে এসে এক জঙ্গলের আড়ে-
এঁটে নিল তারা বুদ্ধি,
আক্রমণ-কালে চোখেতে কামড়ে-
করে নেবে দন্ত শুদ্ধি।
ছুটে এসে বাঘ, এক লাফ দিয়ে-
ধরবে ভেবেছে এঁটে,
ত্বরিত গতিতে প্যাঁচ খেয়ে কুকুর,
লাফিয়ে উঠেছে পিঠে।
দুই দিকে দু’জন কামড়ে ধরেছে,
বাঘের ওই চোখ দুটি,
অন্ধ হয়েই গাছে ঠোক্কোর খেয়ে
শেষে বনেই গেল ছুটি।