যদি বাঁচতে চাও হাসিখুশি থাকো,
স্বার্থপরতা তুমি সদা দূরে রাখো।
সংসারের জ্বালা মনেতে না নিয়ে,
দু-দন্ড বসো তুমি নির্জনে গিয়ে।
দেহ চর্চায় রাখো মেরুদন্ড সোজা,
বন্ধু বান্ধব নিয়ে করো হাসিমজা।
গানবাজনা শুনো যদি ভালো লাগে,
নিজেও তা করো যদি মনে জাগে।
ব্যবহার, নীতি জ্ঞানে সমাদৃত হও,  
তাহলেই পৃথিবী বুকে চিরদিন রও।
একথা গুণীর কথা রচিত নয় মম,
ভুল ও দোষগুলি শিষ্য জ্ঞানে ক্ষম।