১৯৫২ সনের ২১শে ফেব্রুয়ারী;
বাঙালীর গর্জনে কেঁপে উঠেছিল বিশ্ব।
বিস্ময়ে দেখেছিল সেদিন বিশ্ববাসী!
নির্ভিক বাঙালীর সংগ্রামী দৃশ্য।
মাতৃভাষার তরে তরুণ ত্যাগী-
রফিক,সালাম,গিয়াস,সৌরভ, ইলিয়াস,
মায়ের গর্ভজাত সুসন্তান যত-
প্রাণ দিয়ে গড়েছিল অধিকারের ইতিহাস।
উর্দু শাসকের চোখ রাঙ্গানিতে সেদিন-
ক্রোধান্ধ হয়ে বাংলাময়,
প্রাণের বদলে দিয়ে গেল গড়ে,
বাংলা ভাষার শ্রেষ্ঠ জয়।
বাঙালীর কল্যাণে বেঁচে আছে আজও
বাঙ্গালীয়ানায় মাতৃবুলি,
মহান শহীদের রক্ত ঝরা জয়
কেমনে আমরা ভুলি!
তাইতো বারংবার ২১শে ফেব্রুয়ারী
ওদেরই স্মরণ লই ,
প্রাণ খুলে গান, কবিতা, গল্প
বাংলা ভাষায় কই ।
এ-হেন জয় শুধু বাংলার নয়,
এতে প্রভাবিত জগতবাসী।
জাতি-ধর্ম নির্বিশেষে,
এক নীতি ছত্রে এসে,
মায়ের ভাষাকে বাঁচায়ে সেদিন-
মাতৃ বদনে ফুটালো হাসি।