জয়নগরের মোয়া,
খেলেই জানবে এক খুশির টানে-
মনটা যাবে খোয়া।
তখন দিক-বিদিকের চর্চা ভুলে,
ঠেকবে গিয়ে গোয়া।
সেথায় সিন্ধু বীচে গ্রাস করিবে,
আধুনিকতার ছোয়া।
শেষে ফিরেই এসে শুনবে বনে,
গান গাইছে কাকাতোয়া।
সেই আবেশেই গাছের ছায়ায়,
হবে, গা এলিয়ে শোয়া।
গাঁয়ের মেয়ের ওই রান্নাশালের,
আসবে চোখে ধোঁয়া।
এমন ঘূর্ণিপাকে পড়ে তোমার,
শুরু হবে ঘামচোয়া।
বাড়িতে ফিরেই পুনরায় শুরু,
দুধ খাওয়া নয় পোয়া।
আর খেয়ো না এমন মিঠাই,
জয়নগরের মোয়া।