এক বয়সের এগারো যুবক,
সবাই সবার বন্ধু।
জগৎ জোড়া মিলন তাদের,
একাগ্রতায় সিন্ধু।
গানের মঞ্চে সবাই গায়ক,
বাদ্যকারে খ্যাত।
চাষের মাঠে সকলেই চাষি,
জাত চাষিদের মতো।
ফুটবল মাঠের মস্ত তারকা,
নায় কোন পরাজয়।
ক্রিকেট মাঠে বোলিং-ব্যাটে,
জয় রাখে অক্ষয় ।
একে একে তারা কর্ম হেতু,
বিদেশে দিয়েছে পাড়ি।
বনভোজনের মাসেই কেবল,  
সবাই আসে বাড়ি ।
সবাই যেন একই পরিবারে ,
একসাথে চলা বলা ।
ভুল কিছু হলে সবার সমুখে,
নিজে খায় কান মলা ।
মোরা যদি আজ এমনটি হই ,  
থাকবেনা শত্রু কারো ।
বিদায় নেবে যত স্বার্থপরতা ,
উন্নয়ন ঘটবে আরও।