যে অনুপ্রেরণা আজ পেয়েছি তোমারই থেকে,
কাগজকলমে প্রমাণ তারই রাখছি এঁকে এঁকে।
তাতে প্রতিভাত হোক যত জীবেদের গুণাগুণ,
অসহায় অশক্ত মনেরই কুঁড়ে খাওয়া ঘুণাঘুণ।
প্রকৃতি আশ্রিত আদিমসহ, নতুনেরই অভিলাশ,
অতিব কষ্টেই গঠিত হোক প্রাচীনের ইতিহাস।
পুরানো রূপটি ধ্বংসিত,আর নতুনের বিস্তার,
উন্নয়নযুক্ত আগামী ও ঘুঁচে যাওয়া কুসংস্কার।
মুছে যাক মনেরই কালী ক্ষয় হোক বর্বরতা,
স্বার্থ হারাক সততার মাঝেই কাটুক জড়তা।
নবজাগরণ ঘটুক দিকে দিকে সমাজ রাখিতে,
চাই প্রেরণা-জাত ইচ্ছেগুলি এমনে প্রকাশিতে।