তোমার গায়ে ছুঁচের খোঁচায়,
সহ্যহীনতা দেখাও মুখে,
গাছের গায়ে মারছো কুড়াল-
লাগেনা কী তাদের বুকে!
গাছ বলে কি জীব ভাবোনা,
তোমরা বড়োই অবোধ,
কাটছো তাদের কড়াতাঘাতে-
কেমনে ভাববো সুবোধ।
গাছই বাঁচায় অক্লেশে জীবন,
আপনার সন্তান ভেবে।
তাদের এভাবে করবে নিধন
তাও কি মানতে হবে?
আদিঅন্ত কাল তারে রক্ষার্থে,
সবে করিবো মরণ পণ।
তাদের মতো দেখিনাই কখনো,
এমন নিঃস্বার্থ অমূল্য ধন।