প্রকৃত জ্ঞানী তৈরি হতেই,
আজকে যারা ছাত্রী,
সবার মনেই কম্পিটিশান;
কেউ না-ছাড়ার পাত্রী।
দ্বিতীয় যেজন লক্ষ্যটা তার-
‘প্রথম’ পরের বছর,
‘তৃতীয়’ও কভু ‘প্রথম’ হবার
চেষ্টা রাখো নাছোড়।
ক্লাসে কেহই হিংসুটি নয়-
সবাই সবার সই,
পড়ার মাঝেই যুদ্ধ কেবল,
গড়বে জ্ঞানের ছই।
শিক্ষিকারাও তাকিয়ে থাকুক-
অবাক নয়নে,
মা-বাবারাও গর্ব করুক-
স্বপনে শয়নে।
প্রতি বছর এমন ছাত্রীই
স্কুলের দরজায় এলে,
বিশ্বমাঝে সেই স্কুলের বড়ো-
মানসম্মানও মেলে।
এমন শিক্ষাই গ্রহণ করো;
যারা স্কুলেতে পড়ো,
জ্ঞানেতে হও সবার সেরা,
সবার চায়তে বড়ো।