দেহের নমনীয়তাও দেখেছি আমি, মেলা!
তথাপি লাগল ভালো তোমার আজ খেলা।
খোঁজ নিয়েই দেখি তু্মি আমেরিকাবাসী,
তবুও তোমায় মেয়ে ভেবেই ভালোবাসি।
বিশ্বে এই খেলার সাথেই অবাধ বিচরণ,
দামী দামী উপহার সকল করছো গ্রহণ।
সোনা-গড়া, রূপা-গড়া যা দামী-দামী,
খুশি আর মজা পেয়েই আহ্লাদিত আমি।
দূর ভেবেও বুকের মাঝে মেয়ের মতো,
ভালোবাসা দিতে চাই্ তোমায় সহস্রশত।
অবহেলা নাদিয়ে তুমি মেনে নিতে যদি,
পেরিয়ে আসতে তবে অপার সাগর নদী।
দেখতাম তোমায় আমার দুটি চক্ষু ভরে,
চোখ ভিজাতাম ধন্যি মেয়ের সেবা করে।