আমাদের প্রতি তোমার অগাধ’ই ভালবাসা,
তাই দিনের পর দিন দিয়েছো আলো,আশা।
প্রতি চব্বিশ ঘণ্টায় রাত্রি নামলে, তখন’ই-
ফিরে আসবার তরেই তটস্থ হতেই দেখেছি।
যাতে কাজের মধ্যেই থাকা ওই মানুষগুলো,
সঠিক কর্মমাঝেই মাখে এই পৃথিবীর ধুলো।
নির্ভুল ভাবনায়, উজ্জ্বল-শিখায়, তুমি জ্বলো,
দূরত্বের ব্যবধানে গ্রহদের নিয়েই তুমি চলো।
তোমার জ্ঞানের দান’ই প্রাপ্ত হয়েছে সবার,
তবু পৃথিবীই পেয়েছে সুযোগ, সজ্জিত হবার
তুমিই মোদের জন্মসূত্র আবার মৃত্যুর বাণ,
তোমার জন্য পৃথিবী রঙ্গিন অমৃত আঘ্রাণ।
বাঁচার রসদের জোগান করলে দান ধরারে।
তুমিই শিখালে সমভাবে জ্ঞান-দান, সবারে,
জীব তাই পরাধীন চিরদিন তোমার কাছে,
জাতি-ধর্মে ভেদাভেদ সবে অহংকারে বাছে।
দান যার রক্তের নেশা সেকি ভুলতে পারে-
দানের সুযোগ এলে মৃত্যুর পূর্বেও না ছাড়ে।