করেন দাদু ছড়ায় ঠাট্টা !
পড়েন বসে শিশুর পাঠটা।
মারেন মাথায় ছোট্ট গাট্টা ;
ইংরেজ যেন দেখান ফাঁট-টা!
লম্বা তো নন, বেজায় নাঁট্টা,
চামড়া সাদায়- গাঁট্টা গোট্টা।
গরীব লোকের নিয়ে ভারটা,
করেন তাদের জমির পাট্টা ।
যথায় তথায় কাটান রাতটা,
মানেন নাকো দোষের জাতটা।
রাগলে বলেন মিঠা খাট্টা ,
সীমার আন্ত বংশীর হাট-টা ।