তনুমা নামে মেয়ে, আমি হই তিন,
ছোট ছোট পায়েতে নাচি ধি্ন ধিন।
করি খুব মজা দাদু দিদা্র সাথে,
খেলা আর সাজা, সদা দিনে রাতে।
খিদে পেলে তবে, মায়ে খোঁজ করি,
যদি রবি ডোবে, আমি ভয়ে মরি।
অ,আ,ক,খ পড়ি, পড়ি ছবি ছড়া,
চিনে নিই ঘড়ি, আর ফল মনহরা।
বন্য জানোয়ার, কুকুর আর হুলো,
চিনি রং বাহার, মাটি আর ধুলো।
দাবি অন্তরের, বড়োও হবো যবে,
খুটি-না্টি করে, জেনে নেবো তবে।