প্রকৃতিটা, নারী রূপে অপরূপ দান,
করেছেন সৃষ্টি যিনি তিনিই মহান।
সৃষ্টি-রহস্যের মান তাই চির-অম্লান,
পুরুষ পোশাকে দেখো নারী বেমানান।
নানা রূপ রঙ্গে, নানা ফুলে, ফলে,
উঁচু-নীচু ভূমে, সাগরে, সমতলে।
তথাপি তিনিই জগতের মহাত্রাতা,
স্নেহমায়াধারী পালনীয় রূপে মাতা।
নারীকে অলংকারে সাজাবে যতই,
রূপের জ্যোতি কাছে টানবে ততই।
কবিতাও ঠিক তাই নারীরূপ অঙ্গে,
সাজালে অলংকারে নানারূপ ঢঙ্গে।
আমি নই, তুমি নও সকলেই তারে,
ছন্দের মজায় আওড়াবে বারে বারে।
নারীতে আকর্ষণ রহে, পুরুষেতে নয়-
ছন্দ হারালে যেমন, পাঠক দূরে রয়।
ছন্দহীন কবিতা্ আজ নিরবেই কাঁদে,
অতীব লোভে যেমন বকবন্দি ফাঁদে।
ভালো লাগা থাকলেও ক্ষণিকের তরে,
ক্ষিণ আলোক জ্বেলে নিভে যায় পরে।
কবিতাটা লিখো তাই ছন্দে আবদ্ধ,
গদ্য রূপের কবিতা হয়ে যাবে জব্দ।
জীবনের সব কিছু ছন্দেতেই বাঁধা,
ছন্দ হারালে সব ফিকে কালো-সাদা।