চাঁদ তুমি নও মামা কারো বৃথাই ডাকি মামা
সূর্যালোকের জন্য তোমার গায়ে আলোর জামা।
মিথ্যা ওসব চাঁদের বুড়ি, কলঙ্কের ওই জাল;
আসল কথা তৈরী তুমি নিয়েই পাহাড় খাল,
আস্ত গিলে খায় সে রাহু, এই ধারণাও ভুল,
পৃত্থী-মাতার চলন ঢং-ই এমন গ্রাসের মূল।
পক্ষ টেনে ভাগ করে নিই দেখি তব কায়া,
বড় ছোট হবার কারণ সেটাও ধরার ছায়া।
নাইকো বায়ু তোমার গায়ে জলের কণাও নাই,
চাইছোনা তাই আজও তুমি কোন জীবের ঠাঁই।
তবু তুমি কল্পনার ওই মহান ঋষি্র বাণী,
অবোধ ঐ শিশুর চোখের ঘুম পাড়ানো রানী।
চেতনাহীন এই সমাজে তবু রয়েছে কু-আচার,
বিজ্ঞানীরাই চোখ খুলাবে কাটাবে অন্ধকার।
সৃষ্টি থেকেই ঘুরছো তুমি থামছো না এক প্রহর,
তাইতো তুমি উপগ্রহ আজও এই পৃথিবী গ্রহর।