কে যাবি তোরা আই রে-
ঐ বৃন্দাবনের ফুল বাগানে,
আজ আমাদের সখার সঙ্গে,
নেচে নেচে গান গাই রে।
সুন্দর ওই চাঁদ বদনে-
রামধনু রঙ মাখাই রে।
দোল উৎসবে মাতাই মেলা,
কৃষ্ণের সঙ্গে নেশার খেলা,
মন চুরি আর মান অভিমান-
রাস লীলায় দিন কাটাই রে।
দেখ রে হাওয়ায় আহা!বসন্ত ভাব!
আজ ফুলের মধু সংগ্রহণে-
কীট পতঙ্গের নাই রে অভাব।
বৃন্দাবন ওই রঙিন হল,
নেচে নেচে সবাই চলো।
আজ এই দিনে ঘরের কোনে,
আমরা ছাড়া আজ এই ক্ষণে,
বৃন্দাবন কি মানাই রে।