নারায়ণ চন্দ্র হালদার
প্রথমে প্রেমালাপ করতে চায়না বলেই,  
একের আগ্রহ পেয়ে যায় চতুর্গুণ বৃদ্ধি।  
অবশেষে ধরাও দেয় যবে এসে গলেই,  
লভিত হয় তবেই প্রেমের সাধনা সিদ্ধি।
সবার জীবনে এমন এক দিন’ও আসে,  
ভাবেনা তা কেহ, তবু ঘটে কভু যাহা।
অযাচিত কিছু যা চক্ষু সীমানায় ভাসে,  
অসাধ্য সাধন তবুও পাওয়া’টাই তাহা।  
‘বিশ্বস্ততা্’ই গড়ে এমন প্রেমের বিনিময়,
সু’স্বাগতম জেনেই জীবন কাটায় সুখে।  
শত বাধা, ঝড়, মানে অকাতরে ক্ষয়,
রাখলে মাথাটি, প্রেমিকা প্রেমিকের বুকে।