তারিখ – ২২/০২/২০২৪
সেই রক্তাক্ত একুশে ফেব্রুয়ারী!
তীব্রতম আন্দোলন করে,
নিয়েছি ছিনিয়ে স্বজোরে,
মোদের স্নেহের মায়ের ‘ভাষা’
যাকে নিয়ে রাখি অমোঘ আশা,
অন্য কিছু নয়, সেটাই রহিবে জারি।
দেবো না প্রাধান্য অন্যের শব্দ,
সেদিন দিয়েছি তাই, আত্মবলিদান,
স্বদেশ মায়ের শত শত সন্তান!
ভাষার অধিকার বুঝেই সেদিন,
রক্ষিতে মাতৃমান, শোধিতে ঋণ-
উর্দূভাষীদের করেছিলাম বড় জব্দ।
তাই, ভাষা রক্ষার্থে কাউকে নাহি ডরি,
মাতৃভাষায় আজও গাই জয়গান-
ধ্বনিত ছন্দে তাই নৃত্যরত প্রাণ,
বিশ্বজুড়ে আজ প্রতিভাত সেই আলো-
দেশোন্নয়নে যারা ভালবাসতে শিখালো,
সেই বীর-খ্যাতদের তরে এদিবস পালন করি।