অসংখ্য তারার মাঝে -
তুমিও তারা হয়েই জ্বলছো জানি।
নয়ণতারা হয়ে যখন-
ফুটতে আমার মনের আঙিনায়,
মিলিয়ে নিতেম তখন ,
তোমার ওই নয়ণের সাথে নয়ণখানি।
এখন তুমি দূর থেকেও দূরে-
কৃষ্ণ সখার বাঁশির মতো -
মিষ্টি মধুর সুরে,
আমায় ডাকো!
তা আজ বেমানান।
তারাদের সাথে ভালো আছো, থাকো।
আমার মতো ক্ষুদ্র তুমি নও!
তুমি অসংখ্য-গুণ বড়োর থেকেও বড়ো!
তবু আছো এই হৃদয়টি ছেয়ে,
তাই খুঁজে ফিরি তারাদের পানে চেয়ে।
রাতের আকাশে মনরথের যাত্রী হয়ে,
এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে।