মানুষ যখন মানুষ থাকে,
মন থাকে তার ফুল,
যখনই যায় উল্টো পথে-
হয় ভুলের পরে ভুল।
বিষয়-আশয় জায়গা জমি যত!
বেদামী সব, কাগজ ফুলের মত,
উড়িয়ে দিয়ে ধ্বংস করে কূল।
ও ভাই, ধ্বংস করে কূল।
রক্ষা কবচ পাবে কোথায়,
সবাই তখন অন্ধ,
ধর্ম সভার কক্ষ থাকে-
দরজা থাকে বন্ধ।
খুলতে সেটা সাহস তো চায়,
বাঁচার আশায় পেছনেই ধায়,
জেনেও করে মস্ত বড়ো ভুল।
ও ভাই, মস্ত বড়ো ভুল।
কলিযুগে সমাজের মাঝে,
বিষ মেশানো হাওয়ায়,
মৃত্যু মুখেই ছুটছে সবাই-
পায়না কোন দাওয়ায়।
প্রাণের আশা ছেড়েই সব আজ,
গড়িয়ে ধূলায় সম্মানি তাজ-
নেয় মেনে ঐ মৃত্যু দূতের শূল।
ও ভাই, মৃত্যু দূতের শূল।