আমি তো ছিলাম বেশ ঘুমন্ত ।
আজ আমার মনের ঘরে কড়া নাড়লে কেন?
তোমার গানের শেষ সীমান্ত-
বুঝি জাগালে তাই, ঘুমানো ঠিক নয় হেন?
বুঝেছি আজ এই শুভ ক্ষণে,
ঘুমিয়ে থাকা আর চলে না, দায়িত্ব অনেক।
গান ধরুক; ঐ কোকিল জনে,
মধুর কন্ঠের মোহিত পথিক শুনুক ক্ষণেক।
ঝরিয়ে পাতা উলঙ্গ গাছেরা,
বিষন্ন মনেতে দাঁড়িয়েই রয়েছে সারি সারি।
আজ অসহায় রাধুনী হারা-
অনাহারেই বুঝি দিবস রজনী দিচ্ছে পাড়ি ।
এখন আমার অনেক কাজ-
সবুজ পাতা্র নবীণত্বে সাজাতেই হবে গাছ।
শীতকে বিদায় জানিয়ে আজ,
দোল উৎসবে মেতে ঐ পথে করবো নাচ।
রঙ্গে রঙ্গে রাঙ্গাবো এই মন,
খুশির ঝড়ে আম্রকাননে আনবো অমৃতফল।
মম মোহময় এই বসন্ত ক্ষণে,
রস আস্বাদনেই ফিরিবে কীট পতঙ্গের দল।
চৈত্র শেষে আমিও হব ক্লান্ত,
বিদায় বেদনায় বুক ভরে নিয়েই অবসর।
এমনভাবেই চলবে অবিশ্রান্ত।
নিয়ম ধারাটি বাঁচিয়ে রাখবে প্রকৃতি ধর।।