আত্মীয়তা
         নারায়ণ চন্দ্র হালদার

নারুগোপাল নামটি আমার
             পশ্চিমবঙ্গে থাকি,
ছড়ার পাখি বাহন করে
             বঙ্গেতে পা রাখি।
দুটো বাংলাই আমার ভাবি
          ছিলাম তো একসঙ্গে,
বাঙ্গালী নামেই দিই পরিচয়
           বাংলা ভাষার ঢঙ্গে।
জাতির পর্দা সরিয়ে ফেলে
           চোখ খুলেছি মোরা,
দেখিয়ে দেবো কোথায় আছে
           খ্যাতির পর্বত চুড়া।  
ভায়ের মাঝে দূরত্ব সেটা
            ক্ষণিকের বদ-সুর,
কিন্তু মোদের আত্মীয়তা
            হয়নি আজও দূর।  
বাংলা মায়ের গর্ভ-জাত
           আমরা যত সন্তান,
মান-সম্মানে ভরিয়ে দিতে
           চেষ্টায় রব আপ্রাণ।
খুশির পালে লাগাতে হাওয়া  
          ভাসবো পদ্মার বুকে,
পদ্মা মোদের দুয়েরই মা
            রইবো সুখে দুখে।