অভাব! অভাব! অভাব!
আছে অভাব জীবন ভর।  
জন্ম থেকে মৃত্যু অবধি-
শুধুই অভাব পূরণ কর।
সদ্য জাত শিশুর কেবল;
অভাব আছে খাওয়াই,
একটু বড় হলেই অভাব-
খেলনা পুতুল চাওয়ায়।
কৈশরে তার অভাবগুলির-
বাড়তে থাকে বহর,
যৌবনে সেটাই আকাশছোঁয়া,  
কেঁপে ওঠে গ্রাম-শহর।
একের সঙ্গে আরেক এসে,
বাড়ায় অভাব বর্গহারে,  
মিটলে সেটা টিকে হাসি-  
নইলে ঘর সংসার ছাড়ে।
এক অভাবটি পূর্ণ হলেই-
হাজির এসে একই শূণ্যস্থান,  
পূরণ করার চেষ্টা বৃথায়,  
অপূর্ণ থেকেই ঘটে অবসান।
বৃদ্ধকালের চাওয়া পাওয়া-
থাকে অনেক বেশি আরো।
অভাব পূরণ দূরের কথা,
শেষে সেটা মৃত্যুতেই সারো।