কেউ কি রেখেছো খোঁজ?
কত শত প্রাণ হারিয়ে যাচ্ছে,
ধরা থেকে রোজ রোজ।
বিশালাকার ওই ডাইনোসর-
আরও কত প্রানী ভয়ংকর-
প্রাচীনের কত অজানা ভয়াল,
মাটিতে বিলীন আজ।
রাখো কি তাদের খেয়াল?
অচেনা কত যে বাহারী খেচর-
যারা আজ নেই!
হারিয়েছে ধরা থেকে।
পরম্পরা ছিল, তথাপি অস্তিত্বও নেই,
শুধু গিয়েছে ইতিহাস রেখে।
ঠিক একই ভাবে, এটাও বলা যাবে,
বিলুপ্ত কত সাগরের জলজ জান-
আরও খাল-বিল, নদী হতে-
ভেসে গেছে কত নিরীহ প্রাণ!
মৃত্যুর মূল স্রোতে।
তবু এই সুন্দর ভুবন হতে-
তোমাদের প্রাপ্য দান-
হাতে পেয়ে তা পায়েতে ঠেলোনা,
ভুল বশে শুধুই গেয়োনা-
আপনার জয়গান?
স্বার্থের কারণে নির্দয় হয়ে-
হারিয়েছো প্রাপ্য মহামান,
সেই হেতু আজ বিলীন হয়েছে-
হাসি খুশি মহা গৌরব।
প্রকৃতি হারালো সবুজের চাদর,
বৈচিত্রময় স্নেহের আদর,
আর সুমধুর প্রিয় সৌরভ।
সবই আজ যেন ফাঁকা,
চলমান এই ধরা বুকে,
আধুনিকতায় মিশে গেছে আজ,
না-থামা গতির চাকা।
তবুও কোন অজানা রথে,
অস্তিত্ব আজ বিলুপ্তির পথে।