জানিনা কে আমায় এগিয়ে দেবে-
জীবনের শেষ দিনের সীমানায়।
বসে নির্জনে একা একা যাই ভেবে,
হাল ভাঙা, পাল ছেঁড়া এই নৌকায়।
‘যৌবনে’ ভাববার সময় ছিলনা ঢের,
সেদিন দাপটের দম্ভে ছিলেম অন্ধ।
ভুলের পথে ঘুরে ঘুরে পেলাম টের,
তাই আজ নুঁইয়ে পরেছে স্কন্ধ।
সাজা’র যদি বাকি থেকেই থাকে কিছু,
তোমার ঘানিতে পিষে নিষ্কৃতি দাও মোরে,
বাঁচার তরে কতবা ছুটবো পিছু পিছু,
মারিবার হেতু আঘাত হানো আজ জোরে।
আজই ভব লীলা সাঙ্গ হোক ত্বরায়,
মাটিতেই মিশুক জীবনের যত বড়াই।