আমরা মানুষ।
আমরা সবাই পাগল।
তেমন কিন্তু নই উন্মাদ-
যা পাই সবই খবোই-খাবো,
যেমনটি খায় ছাগল।
কেউ বা থাকি ছদ্মবেশে,
কেউ বা থাকি আসল রূপে।
কেউ বা পাগল ভাব আবেশে,
জাহির করতে বাজাই মাদোল।
কেউ বা বাচাল, কেউবা চুপি,
কেউ ভেক আবার কেউ বা সুফি,
আবার যত অর্থ পাগল, চুরির পাগল,
স্বার্থান্ধ, ধর্মান্ধ সবাই কিন্তু
পাগলামিটা, করছি নকল বেশে।
গিরগিটিদের স্বাভাব ঢঙ্গে,
রঙ বদলাই মুখোশ অঙ্গে,
লাজ্জা, ঘৃণা ত্যাগ করে নিই,
অসাবধানে পড়লে ধরা,
মুখোশ খোলার শেষে।