যিনি আমাকে সবচেয়ে বেশি ভালবাসতেন,
আজ তিনি পৃথিবীতে নেয়।
তথাপি প্রতিটি মুহূর্তে অনুভূতি পাই তাঁর-
যেন তিনি আছেন পাশেতেই।
আমার শৈশবের জীবন্ত রথ ছিলেন তিনি,
কেটেছে যাঁর কাঁধে ও পীঠে।
তাঁর মায়া জালের আবদ্ধ গণ্ডিতে থেকে,
বুঝেছি স্নেহ তাঁর বড় মিঠে।
শুভাষিশ শীরে লয়ে জীবন যাপন করি,
তাঁরই সু-হস্ত রয়েছে মাথায়।
সংসার সাগরে ভেসেই চলেছি অনায়াসে,
মাথা ঢেঁকে আছি তাঁর ছাতায়।
মনে হলে ঘরের কোণেই থাকি চুপচাপ,
আমার শূণ্য হৃদয় করে খাঁ খাঁ।
দুটি নয়ণের জলে আহ্বান করি যাঁকে,
তিনিই জন্মদাত্রী, আমার মা।